ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: শক্তিগড় থানা এলাকার পাল্লা এলাকায় এক মাঝ বয়সী মহিলার পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে এলাকার লোকেদের কাছ থেকে খবর পেয়ে একটি ঝোঁপের মধ্যে পচা জল থেকে পুলিশ দেহটি উদ্ধার করেছে। মহিলার আনুমানিক বয়স চল্লিশ থেকে ৪৫ বছরের মধ্যে বলেই মনে করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় দিন সাতেক আগের এই মৃতদেহ। ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে অজ্ঞাত পরিচয় ওই মৃতদেহ। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর একটি কেস রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
