পশ্চিমবঙ্গ

অতিরিক্ত বালি বোঝাই চারটি বালির গাড়ি আটক খন্ডঘোষে

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: বালির ওভারলোডিং বন্ধে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্বেও চোরাগোপ্তা অতিরিক্ত বালি বোঝাই করেই চলছে একাধিক বালির ট্রাক, ডাম্পার। চলছে পুলিশি ধরপাকড়ও। বৃহস্পতিবার খন্ডঘোষ থানার পুলিশ একটি ডাম্পার ও তিনটি লরি সহ চারটি বালি বোঝাই গাড়ি আটক করল। 

বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, দুটি বালির গাড়ি কে খন্ডঘোষের কাঁটাপুকুর এলাকা থেকে আটক করা হয়েছে। বালির গাড়িগুলির চালকের কাছে কোন বৈধ কাগজ না থাকায় তাদেরকে আটক করা হয়েছে। কাঁটাপুকুর থেকে বর্ধমানের দিকে যাবার সময় গাড়িগুলোকে আটক করা হয়। এরই পাশাপাশি অতিরিক্ত বালি বোঝাই দুটি বালির গাড়িকেও আটক করা হয়েছে।
Advertisement