পশ্চিমবঙ্গ

অবৈধভাবে রান্নার গ্যাস বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে আটক ৯৮টি সিলিন্ডার, গ্রেপ্তার এক রায়নায়

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: গৃহস্থের কাজে ব্যবহারের গ্যাস সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য মজুদ করে বিক্রি করার অভিযোগে এক সরবরাহকারী কে গ্রেপ্তার করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ। আটক করা হয়েছে গাড়ি সমেত ৯৮টি গ্যাস সিলিন্ডার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার কাঁটাপুকুর এলাকায়। 

বিজ্ঞাপন
ডিএসপি ডিইবি সমরেশ দে জানিয়েছেন, আগাম খবরের ভিত্তিতে এদিন এদিন রায়না থানার অন্তর্গত শেয়ারাবাজার ফাঁড়ির পুলিশের যৌথ উদ্যোগে কাঁটাপুকুর এলাকার দুটি ঘরে অভিযান চালিয়ে রান্নার কাজে ব্যবহার করা ৯৮টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। যে সিলিন্ডার গুলো বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য অবৈধভাবে মজুদ করে এদিন নিয়ে যাওয়া হচ্ছিল।
 
যদিও এদিন অভিযানের খবর পেয়ে ঘর দুটির মালিকরা পালিয়ে যাওয়ায় পুলিশ তাদের ধরতে পারেনি। এদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, যে গাড়ি করে সিলিন্ডার গুলো নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই গাড়িটি এবং তার চালক কে আটক করা হয়েছে। ধৃতের নাম রামেশ্বর সোরেন (৪২)।
Advertisement