---Advertisement---

ওভারটেক করতে গিয়ে লরির চাকায় পিষ্ট বাইক আরোহী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: মোটর সাইকেল নিয়ে ওভারটেক করার সময় জেসিবি ও লরির মাঝে পরে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বেলায় পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার উচালন এলাকার আমতলা একলক্ষী রোডে। জানা গিয়েছে একটি লরি আমতলা থেকে একলক্ষীর দিকে আসছিল। উল্টোদিকে একটি জেসিবি আমতলার যাচ্ছিল। সেইসময় অসাবধানতাবশত একলক্ষীর দিক থেকে আসা একটি বাইক ওভারটেক করতে গিয়ে লরি এবং জেসিবির মাঝে ঢুকে যায়। 

বিজ্ঞাপন
লরির চাকার নিচে ঢুকে যায় বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মাধবডিহি থানার বুলচন্দ্রপুর ফাঁড়ির পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ সরিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। জানা গিয়েছে,মৃত যুবকের বাড়ী উচালন আমতলায়। বয়স ৩২ বছর। আচমকা ঘটে যাওয়া দুর্ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও মৃত ব্যক্তির নাম জানা যায়নি।
See also  মুর্শিদাবাদ জুড়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বারুদের ভান্ডার, একমাসে গ্রেপ্তার ৪১জন, উদ্বেগ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---