পশ্চিমবঙ্গ

কলকাতা পুরভোটে তৃণমূলের বিপুল জয়ে বর্ধমানে বিজয় উল্লাস

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কলকাতা পুরভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়ের উচ্ছ্বাসের ঢেউ বর্ধমানেও এসে পড়ল। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা বঙ্গজননীর সভানেত্রী ড. শিখা সেনগুপ্তের নেতৃত্বে মহিলা সমর্থকরা সবুজ আবির নিয়ে রাস্তায় নামেন। রীতিমত আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা।

বিজ্ঞাপন

 শিখাদেবী জানিয়েছেন, গণতন্ত্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার থেকে বিরোধিতা থাকা দরকার। বিরোধী থাকলে গঠনমূলক সমালোচনা হয়। তাই কলকাতা পুর নির্বাচনে যে ফল হয়েছে তা অত্যন্ত ভাল ফল হয়েছে। এর ফলে আরও ভাল করে উন্নয়নের কাজ করা যাবে।

Advertisement