পশ্চিমবঙ্গ

কাকলি তা গুপ্ত বর্ধমান উন্নয়ন সংস্থার নতুন চেয়ারপার্সন হলেন

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান ডেভলপমেন্ট অথোরিটির চেয়ারপার্সন মনোনীত হলেন বর্ধমান ১ব্লকের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্য কাকলি তা গুপ্ত। রাজ্যের আরবান ডেভলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল এফেয়ার্স দপ্তরের পক্ষ থেকে শুত্রুবার এই সম্বন্ধীয় একটি নোটিস জারি করা হয়েছে। এই নোটিসে বিডিএ (burdwan development authority) এর বোর্ডের নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে ৮ জন সদস্য সহ একজন মেম্বার-সেক্রেটারি রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

Advertisement