ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের কার্জন গেটের সামনেই ঘটে গেল দুর্ঘটনা। একটি নামী বহুজাতিক সংস্থায় মাল নিয়ে যাওয়ার পথে তিন চাকার একটি টেম্পো গাড়ি সরাসরি ধাক্কা মারল রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ভ্যান রিক্সায়। টেম্পোর সামনের চাকায় আটকে যায় বয়স্ক ভ্যান চালক। গুরুতর জখম অবস্থায় দ্রুত ওই ভ্যান চালককে উদ্ধার করে ট্রাফিক পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। পুলিশ আটক করেছে টেম্পোর মদ্যপ চালক ও ওই গাড়িতেই থাকা বহুজাতিক সংস্থার এক কর্মীকে। মাল সহ টেম্পো টিকেও আটক করেছে পুলিশ।
