---Advertisement---

খণ্ডঘোষে ফের করোনা আক্রান্ত এক কিশোরী, আলোড়ন

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আবারও করোনা পজিটিভ রিপোর্ট এলো পূর্ব বর্ধমানে। এবারও স্থান সেই খণ্ডঘোষের বাদুলিয়া। এবার আক্রান্ত প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির ভাইয়ের মেয়ে ন’বছরের কিশোরী। 
শুত্রুবার সকালে পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানিয়েছেন, জেলা থেকে যাঁদের নমুনা পাঠানো হয়েছিল গতকাল তার রিপোর্ট এসেছে। সেখানে ন’ বছরের এক কিশোরীর নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। মনে করা হচ্ছে জেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় এই সংক্রমণ ছড়িয়েছে। শনিবার ভোরেই ওই কিশোরীকে দুর্গাপুরের কোভিড লেভেল ৩ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার প্রথম আক্রান্ত ব্যক্তির নমুনায় করোনা সংক্রমণের পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছিল। কলকাতার মেটিয়াবুরুজ থেকে এসেছিলেন ওই ব্যক্তি বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছিল। এবার ফের একই পরিবারের এক কিশোরীর রিপোর্ট পজিটিভ আসায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে।
See also  চরম দুর্যোগের মধ্যেই পুলিশের তৎপরতায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছল পাঁচজন ছাত্র, প্রশংসা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---