ফোকাস বেঙ্গল ডেস্ক,নাদনঘাট: মদ খেয়ে বাড়ির সামনে অশ্লীল গালিগালাজ করার প্রতিবাদ করায় বাড়ি থেকে যুবককে টেনে হিঁচড়ে বের করে ব্যাপক মারধরের অভিযোগ উঠল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে এসে মদ্যপদের আক্রান্তের শিকার হয়েছেন যুবকের মা ও তার পরিবার। গুরুতর আহত অবস্থায় প্রতিবাদী যুবককে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে প্রতিবাদী যুবকের মাকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালনার নাদনঘাট থানার দাসপাড়া এলাকায়। এই ঘটনায় উভয়পক্ষের পাঁচ জনকে আটক করেছে নাদনঘাট থানার পুলিশ।
আহত যুবকের স্ত্রী পূজা দাস জানিয়েছেন, গতকাল রাত প্রায় দশটা নাগাদ খাওয়াদাওয়া শেষে শুতে যাবার আগে বাড়ির সবাই একজায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় দাসপাড়ারই কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় উদ্দেশ্যহীন ভাবে অশ্লীল ভাষায় বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে। রাতের বেলায় মদ্যপদের চিৎকার, গালিগালাজের বিরুদ্ধে প্রতিবাদ করে তার স্বামী। আর এরপরই বাধে বচসা। তিন মদ্যপ যুবক তার স্বামীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে কিল, চর, ঘুষি মারার পর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে।