পশ্চিমবঙ্গ

টিউশন যাবার পথে লরির ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: শনিবার সাত সকালে প্রাইভেট যাওয়ার পথে লরির ধাক্কায় এক কলেজ ছাত্রীর মৃত্যু কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম-১ নম্বর ব্লকের কাঁচড়া দাসপাড়া মোড় সংলগ্ন এলাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই ছাত্রী কান্দরা কলেজে পড়াশোনা করত। এদিন সকালে এক বান্ধবীর সঙ্গে টিউশন যাচ্ছিল রতনপুরের দিকে। আচমকাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনার খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কেতুগ্রাম থানায়। কি কারণে ঘটল এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement