---Advertisement---

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত দুই

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মারা গেল দুই যুবক। গুরুতর জখম হয়েছে আরো দুই যুবক। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ভাতারের আমারুন স্টেশন থেকে আসার পথে ভাতার হয়ে কাটোয়া যাবার রাস্তায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী জহর সর্দার বলেন, ” এদিন বিকেলে নরজা বাজার এলাকার দুই যুবক একটি মোটর সাইকেলে ভাতার বাজারের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে অমারুন এর দিকে একটি বাইকে তিনজন আসছিলো।

বিজ্ঞাপন
দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকের আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে ভাতার ব্লক হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর জখম দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন চিকিৎসক। মৃত দুই যুবকের নাম সঞ্জীব ঘোষ, বাড়ি নরজা গ্রামে। অপরজন এওড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মন্ডল। এই দুর্ঘটনায় আহত প্রদীপ মাল ও কমল হাঁসদার বাড়ি শক্তিগড় থানার বড়শুলের মানিকহাটি এলাকায় বলে জানা গেছে।
ছবি – ইন্টারনেট
See also  গলসি তে ফের ঢুকে পড়ল দুটি দাঁতাল হাতি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---