পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে বন্ধ মদের দোকান। কবে থেকে, কতদিন জেনে নিন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে ভোটের দু দিন আগে থেকে পঞ্চায়েত এলাকাগুলোতে ( পৌরসভা এলাকা বাদে) সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ৬জুলাই বিকেল ৫টা থেকে ৮জুলাই ভোট শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান।

বিজ্ঞাপন

এরই পাশাপশি ১০ জুলাই পুনর্নির্বাচন (যদি কোথাও হয়) ও ১১ জুলাই ফল ঘোষণার দিনও মদ কেনাবেচা বন্ধ রাখতে হবে বলে নির্দেশ জারি করেছে কমিশন।মূলত যে সমস্ত এলাকায় ভোট হচ্ছে সেখানে মদের দোকান বা পানশালা বন্ধ রাখতে হবে। এমনকী সেই সমস্ত এলাকার হোটেল-রেস্তরাঁতেও মদ বিক্রি করা যাবে না বলেই নির্দেশ জারি করা হয়েছে।

যদিও কলকাতা তথা শহুরে মানুষদের জন্য এই সিদ্ধান্তে অসুবিধার মধ্যে পড়ার কথা নয় । কারণ, সেখানে পঞ্চায়েত নির্বাচন নেই । তাই সেখানে এই সময়সীমার মধ্যে খোলা থাকবে মদের দোকান ৷ কিন্তু এমন অনেক পর্যটন ক্ষেত্রে রয়েছে, যা পঞ্চায়েত এলাকার মধ্যেই রয়েছে । এমন সব জায়গার ক্ষেত্রেও মদের দোকান বন্ধ করে রাখার সিদ্ধান্ত বলবৎ হবে ওই সব পর্যটন ক্ষেত্রগুলির জন্য, এমনটাই জানা গিয়েছে প্রশাসনের তরফে ৷

আরো পড়ুন