---Advertisement---

পূর্ব বর্ধমানের পাঁচটি পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দের নাম ঘোষণা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: যাবতীয় জল্পনার, উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার বর্ধমান সহ কালনা, কাটোয়া, দাইহাট ও মেমারী পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দের নাম ঘোষণা হল। গুসকরা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর নাম আগেই ঘোষণা করেছিলেন গুসকরার দায়িত্বপ্রাপ্ত বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সেখানে চেয়ারম্যান হয়েছেন কুশল মুখার্জি ও ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন বেলি বেগম। আর এদিন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের মেট্রো প্রেক্ষাগৃহে জেলার বাকি পাঁচটি পুরসভার বেশিরভাগ নব নির্বাচিত কাউন্সিলার দের উপস্থিতি তে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রত্যেক পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দের নাম ঘোষণা করলেন। 

বিজ্ঞাপন
বর্ধমান পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন যথাক্রমে পরেশ চন্দ্র সরকার ও মৌসুমী দাস। দাইহাট পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন যথাক্রমে শিশির কুমার মন্ডল ও অজিত ব্যানার্জি। কাটোয়া পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন সমীর সাহা ও লখিন্দর মন্ডল। মেমারি পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন যথাক্রমে স্বপন কুমার বিষয়ী ও সুপ্রিয় সামন্ত। এবং কালনা পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন আনন্দ দত্ত ও তপন পোড়েল।
See also  পাকা সেতু তৈরীর প্রতিশ্রুতির বন্যা বইলেও, বন্যায় ফি বছর ভেঙে যাওয়া সেতুর হাল ফেরেনি, তীব্র ক্ষোভ বাসিন্দাদের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---