পশ্চিমবঙ্গ

প্রচারের শেষলগ্নে গলসিতে সায়নীর রোড শো

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আগামীকাল অর্থাৎ ৬জুলাই। আর তার আগে বুধবার পূর্ব বর্ধমানের গলসি বাজারে রোড শো করে ত্রিস্তর পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থীদের উজ্জীবিত করে গেলেন দলের যুব সভানেত্রী সায়নী ঘোষ।

বিজ্ঞাপন

রোড শো থেকেই গলসিবাসীর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন তিনি। রোড শো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী সাফ জানিয়ে দিলেন, ইডি র তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও করবেন। এরইমধ্যে ইডি র দাবিমতো নথিপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন। ভোট মিটে গেলে আবার ডাকলে তিনি আবার যাবেন।

বিজ্ঞাপন

Advertisement