পশ্চিমবঙ্গ

ফের দামোদর পেরিয়ে দাঁতাল ঢুকে পড়ল আউসগ্রামে,একাধিক কাঁচা বাড়ির আংশিক ক্ষতি

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক, আউসগ্রাম: বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে ফের একটি দলছুট দাতাল হাতি ঢুকে পড়ল পূর্ব বর্ধমানের আউসগ্রামে। খবর পেয়ে বুধবার ভোর থেকেই বনদপ্তরের আধিকারিক থেকে কর্মী ও হুলাপর্টির লোকজন লেগে পড়েছে হাতি কে ফিরিয়ে গন্তব্যে পাঠানোর কাজে। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে দামোদর নদ পেরিয়ে গলসির শিল্যা, পারাজ, কোন্দাইপুর হয়ে জামতারা গ্রামে ঢুকে পড়ে। গ্রামের একাধিক কাঁচা বাড়ির আংশিক ক্ষতি করেছে হাতিটি। কিছু সবজি ক্ষেতেরও ক্ষতি হয়েছে। পড়ে বন দপ্তরের কর্মীরা আর হুলা পার্টির লোকজন পটকা ফাটিয়ে তাড়া করে হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে প্রতাপপুর জঙ্গলে পাঠিয়েছে। এই মুহূর্তে হাতিটি আউসগ্রামের জঙ্গলেই রয়েছে। 
Advertisement