---Advertisement---

বনভোজন করে গ্রামে ফিরতেই বোমাবাজি, চাঞ্চল্য গলসির রামপুরে

Souris Dey

Published

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় গলসি থানার রামপুর গ্রামে বোমাবাজি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। খবর পেয়ে গলসি থানার পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সুত্রে জানা গেছে, বেশ কয়েকমাস আগে রামপুর হাইস্কুলে একটি ক্রিকেট টুর্নামেন্টেকে কেন্দ্র করে গ্রামের উত্তর ও দক্ষিণ দুই পাড়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেইসময় গ্রামের কিছু মানুষ বিষয়টি মিটমাট করে দেন। তবে তারপরও দুই পাড়ার মধ্যে বিদ্বেষ কমেনি বলে জানতে পারা গেছে। এদিন পৌষ সংক্রান্তি হিসাবে দুই পাড়ার লোক এলাকার গলিগ্রামের কাছে ডিভিসির সেচ ক্যানালের পাড়ে বনভোজন করতে যায়। সেখানে মদ্যপান করেন অনেকেই।

এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় উত্তর পাড়ার এক ব্যাক্তির টোটো পাল্টি খেয়ে যায় বলে জানা গেছে। অভিযোগ সেখানে দুই পাড়ার লোকেরা একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি কাটতে থাকে ও গালিগালাজ শুরু করে। সেখান থেকে গ্রামে ফিরলে দক্ষিণ পাড়ার লোকেদের সঙ্গে উত্তর পাড়ার বিবাদ বাঁধে। শুরু হয় নিজেদের মধ্যে বচসা ও হাতাহাতি। অভিযোগ এইসময় আচমকা তিনটি বোমা ফাটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় বিবাদমান দুটি পাড়ার লোকেরা। খবর পেয়ে গলসি পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পাশাপাশি কারা ওই বোমা ফাটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিষয়টি নিয়ে তৃণমূলের কেউই মুখ খুলতে চাননি। স্থানীয়দের অনুমান, গ্রাম্য বিবাদ থেকে ঘটনাটি ঘটেছে। তবে পাড়ার লোকেদের ঝামেলায় বোমাবাজির ঘটনা সচারাচর ঘটে না। তাই বিষয়টিতে রাজনৈতিক যোগ আছে বলেই ধারনা করছেন বিরোধীরা। ঘটনার জেরে বেশ আশঙ্কায় রয়েছেন গ্রামের মানুষজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  গলসিতে চাষীদের খাস জমি কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে!
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---