পশ্চিমবঙ্গ

বর্ধমানের ভাতারে বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তার

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: পূর্ব বর্ধমান জেলার  ভাতার থানার টহলদারী পুলিশের হাতে ধরা পড়ল এক বাংলাদেশী অনুপ্রবেশকারী যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ভাতারের এওড়া গ্রামের কাছে পুলিশের টহলদারি ভ্যান এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিল সে। এরপরই ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অজিত বিশ্বাস(২৯)। বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার সাহিলকোপা থানা এলাকার বাঙালিপাড়ায়। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জেরায় ধৃত বাংলাদেশি যুবক স্বীকার করেছে সে বাংলাদেশের একজন দালালকে ৮৫০০ বাংলাদেশী টাকা ঘুষ দিয়ে বর্ডার পার করে এদেশে ঢুকেছিল। মঙ্গলবার ধৃত যুবককে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ। পাশপাশি বাংলাদেশ থেকে অবৈধ ভাবে এদেশে আসার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement