---Advertisement---

বর্ধমানে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার দুষ্কৃতি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দেশী পাইপগান ও এক রাউন্ড গুলি সহ বর্ধমান থানার পুলিশ এক দুষ্কৃতি কে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের গোদা এলাকায় একটি নির্মীয়মান বাড়ির কাছ থেকে সন্দেহভাজন ওই যুবককে শুক্রবার রাতে আটক করে পুলিশ। তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে একটি দেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরই ধৃতকে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবকের নাম শেখ হানিফ (২১)। তার বাড়ি বর্ধমানের গোলপুকুর, রাজাবাগান এলাকায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি জাতীয় সড়কে অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে অপেক্ষা করছিলো বলেই প্রাথমিক অনুমান। বর্ধমান থানার পুলিশ নির্দিষ্ট তথ্য পেয়ে ঘটনাস্থলে হানা দেয়, এবং ওই যুবককে আটক করে। শনিবার ধৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করেছে। পরবর্তীতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কিভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র এলো, এবং সেই অস্ত্র রাখার উদ্দেশ্যেই বা কি ছিল ইত্যাদি জানবে পুলিশ।

See also  ৫০ বছরেও ভাইদের হত্যাকাণ্ডের বিচার পাইনি - ক্ষোভ উগরে দিলেন সাঁইবাড়ির মেয়ে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---