---Advertisement---

বর্ধমানে চালকের অন্যমস্কতায় যাত্রী বোঝাই বাস উল্টে গেল নয়নজুলিতে, আহত দশ যাত্রী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মোবাইল ফোনে কথা বলতে বলতে চালক বাস চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস উল্টে গেল নয়নজুলিতে। দুর্ঘটনায় বাসের প্রায় দশ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে সাত জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরই চালক পলাতক। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। পরে দেওয়ানদীঘি থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমানে চিকিৎসার জন্য পাঠিয়েছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে ক্রেনের সাহায্যে নয়নজুলি থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করছে। 

বিজ্ঞাপন
জানা গেছে, এদিন দুপুরে কুসুমগ্রামের দিক থেকে একটি বাস খেঁড়ুর, ছাতনি হয়ে বর্ধমানের নবাবহাট আসছিল। দেওয়ানদীঘি থানার ভিটে সোনপুরের কাছে দুর্ঘটনার কবলে পরে বাসটি। আহত বাস যাত্রীদের অভিযোগ চালক বারবার ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। এরই মধ্যে অন্যমনস্ক হয়ে পড়ায় সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশের নয়নজুলিতে নামিয়ে দেয় বাসটিকে। এরপরই উল্টে যায় বাসটি। বাসের সামনের কাঁচ ভেঙে ভেঙে চুরমার হয়ে যায়। যাত্রীরা জানিয়েছেন, বাসে প্রায় ৩০জন যাত্রী ছিল। এদের মধ্যে গর্ভবতী মহিলাও ছিলেন। অনেকে যাত্রীর মাথায়, হাতে, পায়ে চোট লেগেছে। তবে যাত্রী কম থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সকলে। 
দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি (হেড কোয়ার্টার) অতনু ঘোষাল, দেওয়ানদীঘি থানার ওসি উত্তাল সামন্ত সহ বিরাট পুলিশ বাহিনী। দ্রুত আহতদের উদ্ধারের পাশপাশি দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
See also  পুজোয় বর্ধমান থানা এলাকায় বিভিন্ন কারণে ২১৯জন গ্রেপ্তার, মাস্ক না পড়ার কারণেই গ্রেপ্তার ১৪৭ জন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---