পশ্চিমবঙ্গ

বর্ধমানে জাওয়াদের সতর্কতায় জেলা দমকল ও জরুরী ব্যবস্থাপন দপ্তরের প্রচার

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া পূর্বাভাস অনুযায়ী সাইক্লোন জাওয়াদ তার শক্তি হারিয়ে গভীর থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে আগামী দুদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমানেও দুর্যোগ চলবে। ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর এই দুর্যোগের থেকে আগাম সতর্ক করতে এবং জাওয়াদ ঝড়ের মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং শুরু করল পূর্ব বর্ধমান জেলা দমকল ও জরুরী ব্যবস্থাপন দপ্তর। 

বিজ্ঞাপন
জাওয়াদের প্রভাবে আগামী দুদিন প্রাকৃতিক দুর্যোগ চলবে রাজ্য জুড়ে। যার প্রভাব পড়বে পূর্ব বর্ধমানেও বলে জানানো হয়েছে। তাই ঝড়কে কেন্দ্র করে যেকোনো ধরণের বিপদ থেকে মানুষ কে সজাগ ও সচেতন করতে শুরু হল মাইকিং। জেলার গুরুত্বপূর্ন জায়গাগুলোতে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে দপ্তরের পক্ষ থেকে। দুর্যোগে সাধারণ মানুষ যাতে কোনো রকমের বিপদের সম্মুখীন না হয় তার জন্যই মানুষকে সচেতন করতে দমকল ও জরুরী ব্যবস্থাপণ দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ বলে দপ্তরসূত্রে জানা গেছে।
Advertisement