পশ্চিমবঙ্গ

বর্ধমানে বাজার উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের গণ ডেপুটেশন

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বাজার উচ্ছেদের প্রতিবাদে বর্ধমান থানার পারবীরহাটা এলাকার বাস্তুহারা নতুনবাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে মঙ্গলবার জেলাশাসকের কাছে তাদের দোকান গুলি নিজেদের নামে করে দেবার আবেদন জানিয়ে গণডেপুটেশন দেওয়া হল। জেলাশাসকের কাছে লিখিত অভিযোগে এই বাজার কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা এই এলাকায় ৬২ বছর ধরে দোকান করে আসছেন। প্রায় ১৫০ জন ব্যবসায়ী রয়েছেন এই এলাকায়। যাদের সঙ্গে প্রায় দুহাজার লোকের পেট চলছে।

বিজ্ঞাপন

যদিও পুরসভা সূত্রে জানা গিয়েছে এই এলাকায় থাকা ব্যবসায়ীদের কোন তথ্যই নেই পুরসভার কাছে। ব্যবসায়ী সমিতির সম্পাদক সুভাষ দাস বলেন, ‘আমরা লোক মাধ্যমে জানতে পেরেছি আমাদের মালিক এই জায়গাটি কার্তিক পাল নামে এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকার বিনিময়ে বিক্রী করে দিয়েছেন। আমাদের দাবি, আমরা এই টাকা ওনাকে দিয়ে দেব সবাই মিলে। এই জায়গা আমাদের নামে রেকর্ড করে দেওয়া হোক।’ জেলা প্রশাসন সূত্রের খবর, পুরসভার কাছ থেকে এ বিষয়ে তথ্য চেয়ে পাঠানো হবে।

Advertisement