বর্ধমানে বিষ মদ খেয়ে মৃত দুই, অসুস্থ আরো তিনজন, তীব্র চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিষ মদ খেয়ে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার পাঁচ জন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার রাতে। এদের মধ্যে শেখ সুবরতি ও শেখ হালিম নামে দুই দুই যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হলে শেখ সুবরতি কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসা চলাকালীন শেখ হালিম এর মৃত্যু হয়েছে বলে হসপিটাল সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
অন্যদিকে মদ খেয়ে অসুস্থ আরো তিনজনকে বাবুরবাগ এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যায় স্থানীয়রা। জানা গেছে প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন পড়েছে। আরো জানা গেছে অসুস্থরা একসঙ্গে বসে মদ খায়নি। এদের মধ্যে একজন গতকাল রাতে মদ খেয়েছিল। তবে মৃত দুজন আজ সন্ধ্যা সাতটা নাগাদ লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড়ের একটি মদের দোকান থেকে দেশি মদ কিনে খেয়েছিল। আর তারপর থেকেই প্রচণ্ড বমি হতে শুরু করে। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুজনের মৃত্যু হয়। যদিও এই ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি মৃতের পরিবারের পক্ষ থেকে। জানা গেছে ঘটনার বিষয়ে জানার পরই অভিযানে নেমেছে পুলিশ।

আরো পড়ুন