---Advertisement---

বর্ধমানে রেশন ডিলারদের অনেকে ওজনে কারচুপি করছেন – অভিযোগ খোদ মন্ত্রীর

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রেশনে খাদ্য সামগ্রী নির্দিষ্ট ওজনের থেকে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছিলেন উপভোক্তারা। আর এবার সেই একই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ। বুধবার বিকেলে জেলাশাসকের দপ্তরে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একটি চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মন্ত্রী। সেখানেই তিনি অভিযোগ করেন, অনেক উপভোক্তা তাঁর কাছে অভিযোগ করেছেন, রেশন ডিলার গ্রাহকদের খাদ্য সামগ্রী পরিমান মত দিচ্ছেন না। ওজনে কারচুপি করছেন। এমনকি অনেকে হাওড়া থেকে দাঁড়িপাল্লা নিয়ে এসে ব্যবহার করছেন। সেই সমস্ত দাঁড়িপাল্লাগুলোকে বাতিল করতে হবে।
স্বপন দেবনাথ এদিন জেলাশাসক কে সরাসরি এই সমস্ত রেশন ডিলারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। এছাড়াও হাওড়ার  ব্যবহার যাতে রেশন ডিলাররা না করেন সেব্যাপারেও জেলাশাসক কে দেখার জন্য আবেদন জানান তিনি।  উল্লেখ্য, এদিন গলসি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন ব্যক্তিগত উদ্যোগে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান করেন। এই অনুষ্ঠানে জেলাশাসকের দপ্তরে উপস্থিত ছিলেন, খোদ মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, প্রাক্তন কাউন্সিলার খোকন দাস, মেন্টর উজ্জ্বল প্রামানিক, কাঞ্চন কাজী সহ অনেকে।
See also  ভাতারে খাঁচাবন্দি বাঘরোল উদ্ধার, বনদপ্তরের কোপে এলাকাবাসী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---