---Advertisement---

বর্ধমানে স্কুলের ঐতিহ্য ধরে রাখতে অভিনব ক্রিকেট

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গত বছরই অতিক্রম করেছে ৫০ বছর ৷ আর সেই উপলক্ষে বছরভর নানান কর্মসূচির আয়োজন হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গনে। এবার স্কুলের গৌরবোজ্জ্বল দিক কে ধরে রাখতে বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠ হাই স্কুল (বয়েজ) কতৃপক্ষ আয়োজন করলো এক অভিনব ক্রিকেট টুর্নামেন্টের।

বিজ্ঞাপন
শচীন দ্য গ্রেট, সৌরভ দ্য দাদা, ধোনি দা কুল, দ্রাবিড় দ্য ওয়াল নামে তৈরী হলো দল ৷ ৮০ জন ছাত্রের মধ্যে থেকে ৪৪ জন ছাত্রকে বেছে নেওয়া হলো এক একটি দলের জন্য ৷ প্রতিটি দলে থাকলেন ৩ জন করে স্কুল শিক্ষকও ৷ রীতিমত সামজস্য রেখে তৈরি করা হল প্রত্যেকটি দল। লিগ পর্যায়ের খেলা শেষে ফাইনালে মুখোমুখি হলো শচীন দ্য গ্রেট এবং সৌরভ দ্য দাদা ৷ 
বৃহস্পতিবার ছিল সেই চূড়ান্ত পর্বের খেলা। এদিন প্রথমে ব্যাট করে শচীন দ্য গ্রেট নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান করে ৷ দলের হয়ে ১০০ রানের ঝোড়ো ইনিংস খেলেন স্কুলের কর্মী জীৎ বাহাদুর ৷ জবাবে ব্যাট করতে নেমে সৌরভ দ্য দাদা ১১ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় ৷ ম্যান অব দ্য ম্যাচ হন মহ: সোয়েল। সেরা ব্যাটসম্যান সেখ সইফুদ্দিন ৷ 
এই ধরনের অভিনব ক্রিকেট প্রতিযোগিতার প্রতিটি দলের নকমকরণ থেকে শুরু করে ছাত্রদের বোলিং, ব্যাটিং এবং ক্রিকেট খেলাকে ছাত্রদের মাঝে জনপ্রিয় করতে মুখ্য ভূমিকা গ্রহণ করলেন শিক্ষক অনিন্দ্য চক্রবর্তী এবং শিক্ষাকর্মী জীৎ বাহাদুর ৷ সব ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দেন খোদ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত টিচার ইন-চার্জ অরুপ সাহা ৷ 
এই ক্রিকেটীয় যজ্ঞে সামিল হন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও ৷ প্রতিযোগিতার ফাইনালে অতিথি হিসাবে ছাত্রদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত হয়েছিলেন বর্ধমান সায়েন্স সেন্টারের আধিকারিক নিখিলেশ বিশ্বাস, জেলা বিদ্যালয় শারীর শিক্ষা আধিকারিক প্রকাশ বাবু সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের টিচার ইন-চার্জ শিক্ষক অরুপ সাহা জানিয়েছেন, প্রতিদিনের পঠন পাঠনের গতানুগতিকতার বাইরে বেরিয়ে এই ধরণের খেলাধুলা ছাত্র ও শিক্ষকদের মধ্যে একটা আলাদা মৈত্রী তৈরি করবে বলেই তিনি মনে করেন ।
See also  সাউথ বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ১৫টি সোনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---