---Advertisement---

বর্ধমান ডেঙ্গু মশা মারতে পুর এলাকায় ২ লক্ষাধিক গাপ্পি মাছ ছাড়া শুরু হল

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে জেলায় জেলায় প্রতিটি পৌরসভায় ডেঙ্গু বাহিত মশার হাত থেকে বাঁচতে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে বর্ধমান পুরসভার মোট ৩৫টি ওয়ার্ডে ডেঙ্গুর মশা নিধনে ২ লক্ষ ১০ হাজার গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নিল বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার বর্ধমান শহরের ৩নং ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকায় পুকুর এবং নালায় গাপ্পি মাছ ছেড়ে এই কর্মসূচীর উদ্বোধন করলেন বর্ধমান পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ। উপস্থিত ছিলেন পুরসভার কর্মী তাপস মাকড় সহ অন্যান্যরা। 

বিজ্ঞাপন

এদিন অমিতবাবু জানিয়েছেন, গাপ্পি মাছ ছাড়ার কারণ হলো, জমা জলে অতিমাত্রায় ডেঙ্গুর লাভা জন্মায়। আর এই লাভা থেকে ডেঙ্গুর বিস্তার লাভ করে। আর সেই কারণে ডেঙ্গু লাভা মারতে এই গাপ্পি মাছ ছাড়া শুরু করা হলো। তিনি জানিয়েছেন, পুরসভার ৩৫ টি ওয়ার্ডেই বিভিন্ন নালা ও পুকুরে এই গাপ্পি মাছ ছাড়া হবে। উল্লেখ্য প্রতিবছরই বর্ষার পর পৌর এলাকার বিভিন্ন জায়গায় জমা জলে ডেঙ্গু মশার লার্ভা জন্ম নেয়। তাই ডেঙ্গুর আক্রমণ থেকে পুরনাগরিক কে রক্ষা করতেই পুরসভার এই উদ্যোগ। 
See also  বর্ধমানের ন্যাচারাল সিটি হাউসিং কমপ্লেক্সে চালু হল একাধিক সুবিধাযুক্ত ক্লাব হাউস
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---