পশ্চিমবঙ্গ

বাসের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, শোক

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ: বাসের ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহী যুবকের। শনিবার সকালে খণ্ডঘোষ থানার আমিলা বাজারে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন সুকান্ত রানা (২০) এবং অনিমেষ মল্লিক (২১)। তাঁদের বাড়ি যথাক্রমে রায়নার উদগড়া এবং সেহারাবাজারে। তাঁরা দুই বন্ধু৷ 

বিজ্ঞাপন
এদিন একই মোটরবাইকে চেপে তাঁরা বাঁকুড়ামোড়ে একটি লেদ কারখানায় কাজে আসছিলেন। সে সময় বর্ধমান-আরামবাগ রুটের একটি বাস আরামবাগের দিকে যাওয়ার সময় তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে আনা হলে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়।
Advertisement