পশ্চিমবঙ্গ

বিষয়ভিত্তিক ও‌‌ ঐচ্ছিক বই প্রকাশের নয়া নির্দেশ জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা: প্রকাশনা সংস্থার জন্য উচ্চ মাধ্যমিকের বিষয়ভিত্তিক ও‌‌ ঐচ্ছিক বই প্রকাশের নয়া নির্দেশ জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সুনির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে বই তৈরি করতে হবে। চ্যাপ্টার অনুযায়ী কোনো নির্দিষ্ট পৃষ্ঠা সংখ্যা বেঁধে দেওয়া না হলেও প্রতিটি বইয়ের জন্য সুনি্দিষ্ট পৃষ্ঠা সংখ্যা বেঁধে দিল সংসদ। 

বিজ্ঞাপন
ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজিক্যাল সায়েন্স (biological science) এর জন্য প্রতিটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা হবে ৬০০, অঙ্কে ১হাজার পৃষ্ঠা, অ্যাকাউটেন্সি (accountancy) তে ৪৫০ পৃষ্ঠা, ইকোনমিক ও বিজনেস স্টাডিজে ৪০০ পৃষ্ঠা ও অন্যান্য ঐচ্ছিক বিষয়ে বইয়ের পৃষ্ঠা সংখ্যা হবে ৩২৫ পৃষ্ঠা। 

বইয়ের প্রকাশনার বিষয়ে প্রকাশনা সংস্থা সরাসরি সংসদের সঙ্গে যোগাযোগ রাখবে। কোনো লেখক তার প্রকাশনা সংস্থাকে এড়িয়ে সংসদ বা সভাপতির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন না। তিনি প্রকাশনা সংস্থা মারফত যোগাযোগ করবেন। তা না করলে বা নিয়ম না মানলে ওই সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থার বই প্রকাশের সত্বা বাতিল করা হবে বলে স্পষ্ট ভাবে জানানো হয়েছে সংসদের তরফে।
Advertisement