---Advertisement---

বিহার থেকে কলকাতাগামী বাসে উদ্ধার চোরাই বহু পাখি, গ্রেপ্তার ৫, আটক বাস

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বেগুসরাই থেকে কলকাতাগামী একটি ভলভো বাসে লুকিয়ে পাচার হচ্ছিল প্রচুর পাখি। গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গলসি থানার সিমনোর এলাকায় ২নং জাতীয় সড়কের উপর বাস টিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে একটি খাঁচায় ও ব্যাগে থাকা ৭৮ টিয়া ও ৪টি পাহাড়ি ময়না উদ্ধার করে। পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করে বনদপ্তরের কর্মীরা। এমনকি বাসের সমস্ত যাত্রীদের নামিয়ে অন্য বাসে করে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করে ভলভো বাস টিকেও আটক করা হয়। বনদপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে কোন কাগজ না দেখাতে পারায় সকলকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

জেলা বনদপ্তরের অতিরিক্ত জেলা বনাধিকারিক (এডিএফও) সোমনাথ চৌধুরী বলেন, ‘আমাদের কাছে আগে থেকেই খবর ছিল। বাসটিকে আমাদের কর্মী আগে থেকেই ফলো করেছিল। গলসির সিমনোর এলাকায় বাসটি দাঁড়ালে সেখানেই বাসটিতে তল্লাশি চালিয়ে টিয়া পাখি ও ময়না উদ্ধার করা হয়েছে। পাঁচজন যুবক কে জিজ্ঞাসাবাদ করার সময়ে তারা দাবি করে, তাদের কাছে এই কাজের জন্য কাগজ আছে। আমরা বেশ কিছুক্ষুন তাদের কাগজ আনার জন্য অপেক্ষা করার পরে কোন কাগজ দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করেছি বন্যপ্রাণী পাচারের আইনে। আটক করা হয়েছে বাসটিকেও। বাসে থাকা অন্য যাত্রীদের অন্য বাসে পাঠানো হয়েছে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে তোলা হবে। উদ্ধার করা পাখি গুলিকে শারীরিক পরীক্ষার জন্য আপাতত বন দপ্তরের অধীনে রাখা হয়েছে। আদালতের নির্দেশ পেলে পাখিগুলিকে ছেড়ে দেওয়া হবে।’
See also  পাচারের আগেই বর্ধমান বনদপ্তরের হাতে আটক ৭৫০ টিয়া, গ্রেপ্তার দুই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---