ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: ব্রেক ফেল হয়ে বালি বোঝাই লরি ভেসেল থেকে গড়িয়ে ভাগীরথী নদীতে তলিয়ে গেল। ফেরি ঘাট কর্মীদের তৎপরতায় জল থেকে উদ্ধার করা হল লরির চালক ও খালাসী কে। এমনি গা শিউরে যাওয়ার মতো ঘটনা ধরা পড়লো ভাগীরথীর কালনা ঘাটের সিসি টিভি ক্যামেরায়। সোমবার সাত সকালে আকস্মিক এই ঘটনায় আলোড়ন পড়ে যায়। কিছুক্ষণের জন্যে বন্ধ হয়ে যায় নদী পারাপার। ঘটনার খবর পেয়েই ছুটে আসে কালনা থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। চালক শাহবার হোসেন মন্ডল ও খালাসীকে নদী থেকে উদ্ধারের পর পুলিশ আটক করে নিয়ে যায় থানায়।
