ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: রথের মেলায় নাগোরদোলা ভেঙে বিপত্তি। আহত চার। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মেমারী থানার রসুলপুরের দলুইবাজার এলাকায়। জানা গেছে রথযাত্রা উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিকেল থেকেই মানুষের ভিড় উপচে পড়েছিল। অনেকেই নাগোরদোলায় চেপে আনন্দ উপভোগ করছিলেন। রাত প্রায় ৯টা নাগাদ আচমকাই মেলার তাল কেটে যায় এই ভয়াবহ ঘটনায়। চলন্ত নাগোরদোলা লোহার কাঠামোর একদম উপর থেকে খুলে নেমে যায়। বেরিয়ে যায় একটি ডিব্বা। বাকি ডিব্বা গুলিও বেসামাল হয়ে পড়ে। তবে গতি কিছুটা কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে অনেকেই বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
![](https://focusbengal.net/wp-content/uploads/2024/03/FOCUS-ADS24.gif)