---Advertisement---

লকডাউনের মধ্যেই বাজারে হটাৎ বিশাল ভেটকি মাছ, দেখতে ক্রেতাদের ভিড় ভাতারে

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: লকডাউনের মধ্যেই ১২ কিলো ওজনের বিরাট ভেটকি মাছ দেখতে ভিড় উপচে পড়ল পূর্ব বর্ধমান জেলার ভাতার কৃষক বাজারের মাছ বাজারে। উল্লেখ্য, ভাতার কৃষক বাজারে রয়েছে বেশ কয়েকটি মাছের দোকান। শনিবার হটাৎ করে বাজারে আসে একটি ১২কিলো ওজনের ভেটকি মাছ। 
মাছ ব্যবসায়ী শহীদুল ইসলাম শেখ জানিয়েছেন, ভাতারের ঘুগে গ্রামের একটি পুকুর থেকে জেলেরা মাছ ধরার সময় এই বিশাল ভেটকি মাছ টি ধরা পড়ে। জেলেরাই মাছটি কে তাঁর আড়তে নিয়ে আসেন। তিনি জানিয়েছেন, এদিন ৮০০টাকা কিলো দর উঠেছে এই ভেটকি মাছটির। 
এদিকে বিশাল ভেটকি বাজারে আসার খবরে প্রচুর মানুষ সকাল থেকেই ভিড় জমাতে থাকেন মাছ বাজারে। বাজারের মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েকবছরে এত বড় ভেটকি এই বাজারে আসেনি। ফলে সুস্বাদু এই ভেটকি মাছ বাজারে আসার খবরে অনেক ক্রেতাই এসেছিলেন এদিন। লকডাউনের মধ্যেই হাতের কাছে এত বড় মাছ পেয়ে কিছুক্ষনের মধ্যেই তা বিক্রিও হয়ে যায়। 
See also  এবছরের ২৩ থেকে ৩১জানুয়ারি বর্ধমান পৌর উৎসব হতে চলেছে সংগীতময়, স্মরণিকায় অভিনবত্ব
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---