পশ্চিমবঙ্গ

শক্তিগড়ের নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে যাবার ঘটনায় হাবড়া থেকে গ্রেপ্তার যুবক

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ১৭বছর বয়সী এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে যাবার ঘটনায় শক্তিগড় থানার পুলিশ উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে নোটন হাজরা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের বাড়ি শক্তিগড় থানার কাঁদরা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, তিনদিন আগে কাষ্ঠকুরুম্বা এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেই ঘটনায় তদন্তে নেমে শক্তিগড় থানার পুলিশ হাবড়া থেকে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে। পাশপাশি নোটন হাজরা নামে ২১ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ধৃত যুবককে নাবালিকা অপহরণের মামলায় বর্ধমান আদালতে পেশ করেছে। পাশাপাশি নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 
Advertisement