---Advertisement---

সর্বমঙ্গলা মন্দিরের দানসামগ্রীর নিলাম

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: প্রতিবছরের মতো এবছরও পুজোর আগে শনিবার থেকে শুরু হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের দানের সামগ্রী নিলাম। শনিবার সর্বমঙ্গলা মন্দিরে সারা বছর ধরে দান হিসেবে পড়া শাড়ি, গহনা ও অন্যান্য জিনিস নিলাম করা হয়। ভিড় এড়াতে রবিবারও এই নিলামের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টিবোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ জানান, প্রথমদিন শাড়ি ও অন্যান্য বস্ত্রসামগ্রী নিলাম করা হয়েছে। রবিবার গহনা নিলামের ব্যবস্থা করা হয়েছে। এজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখেই স্বাস্থ্যবিধি মেনে মানুষকে ভিতরে প্রবেশ করানো হয়েছে। নিলাম থেকে সংগৃহীত অর্থ মন্দিরের উন্নয়ন ও পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।
See also  নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসারের মুখে জয় শ্রীরাম ধ্বনি, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---