ফোকাস বেঙ্গল ডেস্ক,গুসকরা: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি দৌর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে খুনের হুমকি দেবার অভিযোগে আউশগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করল গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।
অভিযোগ উঠেছে, নিত্যানন্দবাবুর এই মোবাইল ভয়েস রীতিমত সোস্যাল মিডিয়ায় ছড়িয়েও দেওয়া হয়েছে। আর এই ঘটনার পরই গুসকরার ইটাচাঁদার বাসিন্দা সেখ সুজাউদ্দিন আউশগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। আর তারপরই নিত্যানন্দবাবুকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও জানা গেছে, সম্প্রতি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক কমিটি সহ জেলা কমিটি। গুসকরা পুরসভাতেও বসানো হয়েছে নতুন প্রশাসক। সেই জায়গায় স্থান পাননি নিত্যানন্দবাবুরা। আর তারপরেই তাঁরা তলে তলে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। যা তৃণমূলের অন্দরে আরও অস্বস্তি বাড়াতে পারত।