অবৈধ গ্যাস কারবারের হদিস মন্তেশ্বরে, গ্রেফতার এক, আটক সিলিন্ডার সহ মেশিন

ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর: দীর্ঘদিন ধরেই রীতিমত মেশিন বসিয়ে গ্যাস কাটিং করে অন্য সিলিন্ডারে ভরে চলছিল কারবার। মঙ্গলবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মন্তেশ্বর থানা এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানে ধরা পড়ল এই অবৈধ কারবারে যুক্ত বনি মন্ডল নামে এক ব্যক্তি সহ ৬১টি সিলিন্ডার ও গ্যাস কাটিং করার মেশিনপত্র। এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মন্তেশ্বর থানার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রায়গ্রাম বাঁধা রাস্তার মোড়ে একটি গ্যাস গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে অর্ধেক খালি এবং ভর্তি সিলিন্ডার সহ ডোমেস্টিক এবং কমার্শিয়াল ৬১টি বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়।
পাশাপাশি ভর্তি সিলিন্ডার থেকে বাড়িতে ব্যবহার করা অর্ধেক সিলিন্ডারে গ্যাস ভরে বাজারে সাপ্লাই করার মেশিন আটক করা হয়। যদিও মূল অভিযুক্ত গ্যাস ডিলারকে পুলিশ এদিন ধরতে পারেনি। পুলিশ জানিয়েছে, এই কারবারে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করা হবে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তদের ধরবার জন্য তল্লাশি শুরু করেছে।