অশালীন আচরণের বিরুদ্ধে বর্ধমানের দুই পরিবারের পরস্পরবিরোধী অভিযোগ, গ্রেপ্তার ৪
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান শহরে এক কলেজের ছাত্রী এবং তাঁর মায়ের সঙ্গে অশালীন আচরণ করার ঘটনা এবং পাল্টা ওই ছাত্রীর পরিবারের লোকজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে ভাঙচুর এবং অশালীন আচরণ করার ঘটনায় দুপক্ষের অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ মোট ৪জনকে গ্রেপ্তার করল। বৃহস্পতিবার অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক সকলকে জামিনে মুক্তি দেন।
বর্ধমান থানা সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের টাউন হল পাড়ায় এক ছাত্রীর প্রেসার মাপতে আসেন শহরের নীলপুর শালবাগান এলাকার এক ব্যক্তি। ইণ্টারনেটে পড়াশোনার সুবাদে ওই ব্যক্তির সঙ্গে আলাপ পরিচয় ছিল। অভিযোগ, প্রেসার মাপতে এসে ওই ব্যক্তি ওই ছাত্রী এবং তাঁর মায়ের সঙ্গে অশালীন আচরণ করেন। এই ঘটনা জানাজানি হতেই পাল্টা ছাত্রীর বাড়ির লোকজন ওই ব্যক্তির বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এবং তার পরিবারের সঙ্গে অশালীন আচরণ করেন। এই ঘটনায় দুপক্ষই থানায় অভিযোগ জানালে পুলিশ দুপক্ষের মোট ৪জনকে গ্রেফতার করে।