ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বিজেপি থেকে তৃণমূলে যোগদানের পর থেকেই একসময়ের সিপিএমের প্রভাবশালী নেতা আইনুল হকের বিরুদ্ধে খোদ তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার একাধিক নেতা চরম বিরোধিতা করেছিল। যদিও দলের রাজ্য নেতৃত্বের অনুমোদনের পরই আইনুল হককে দলে অন্তর্ভুক্তি করা হয়েছিল। কিন্তু শেষমেশ কার্যতই জেলা নেতৃত্বের একাংশের বিরোধীতাকে অগ্রাহ্য করে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতির দায়িত্ব দেওয়া হল আইনুল হককে। পোড়খাওয়া রাজনীতিবিদ তথা সংগঠক এই নেতাকে দলের গুরুত্ত্বপূর্ণ দায়িত্বে দল নিয়ে আসায় আখেরে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে বলেই দলের নেতৃত্বের একাংশের মত।
বিজ্ঞাপন
মঙ্গলবার জেলা সভাপতি স্বপন দেবনাথ তাঁকে এই দায়িত্ব প্রদান করেন। উল্লেখ্য, আইনুল হক সিপিএমের নেতা ছিলেন। বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। পরে তিনি সিপিএম থেকে বহিস্কৃত হন। বেশকয়েক বছর রাজনীতির আঙ্গিনা থেকে দূরে থাকার পর বিজেপিতে যোগদান করেন। কিন্তু কিছুদিন পরই বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তবুও আইনুল হককে নিয়ে তৃণমূল কংগ্রেসেও ব্যাপক জলঘোলা শুরু হয়। জেলা সাধারণ সম্পাদক খোকন দাস প্রকাশ্যে বিভিন্ন সভা সমিতিতে আইনুল হকের বিরোধিতা করেন। তারপরেও দল আইনুল হকের উপরই আস্থা রাখল। আইনুল হক জানান, দল নতুন দায়িত্ব দিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি কাজ করবেন৷