---Advertisement---

আউসগ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার শাসকদলের দুই কর্মী!

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,আউসগ্রাম: আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক কে গ্রেপ্তার করল আউসগ্রাম থানার পুলিশ।সোমবার রাতে বর্ধমান জিআরপিকে সঙ্গে নিয়ে সিআইডি এই দুই যুবককে আউশগ্রামের নওদার ঢাল ষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম কাজল সেখ এবং উত্তম পণ্ডিত। ধৃতদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে কাজল সেখ গুসকরা ২অঞ্চলের তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি, বর্তমানে সহ সভাপতি। অন্যদিকে উত্তম পন্ডিত সক্রিয় তৃণমূল কর্মী। স্বাভাবিকভাবেই এলাকার দুই প্রভাবশালী তৃণমূল নেতা আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও তৃণমূলের ব্লক নেতৃত্ব এই ঘটনায় ধৃতরা তৃণমূলের কেউ নয় বলেই দাবী করেছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
See also  দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রায়নায় বিক্ষোভ, পথ অবরোধ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---