ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে শুত্রুবার বন্যার সতর্কতা জারি করা হল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা বৃষ্টি এবং ঝাড়খণ্ডের সিকাটিয়া ব্যারেজ থেকে ৬০হাজার কিউসেক জল ছাড়ার দরুন অজয় নদে জলস্তর বিপদসীমা ছুঁতে চলেছে। আর এই কারণে এদিন আউসগ্রাম ২ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের অজয় নদের তীরবর্তী পল্লীশ্রী এবং গোপালপুর সহ অন্যান্য গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে, সাবধানে সরে যাবার আবেদন জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিন প্রশাসনের পক্ষ থেকে এই গ্রামগুলিতে মাইকে সতর্কতা প্রচার চালানো হয়। সেখানে বলা হয়েছে, এদিন রাত থেকেই অজয়ের জল বিপদসীমায় পৌঁছতে পারে। ফলে নদের তীরবর্তী বসবাসকারী বাসিন্দাদের এলাকায় জল ঢুকতে পারে। তাই আগাম সতর্ক হওয়ার জন্য সকলের উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। গ্রামবাসীদের জানানো হয়েছে, প্রশাসন সবরকম ভাবে পাশে থাকছে। প্রয়োজনে পঞ্চায়েত অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তারা।