---Advertisement---

আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে পূর্ব বর্ধমানে প্রথমবার ৭টি পুজোর উদ্বোধন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল ৭টি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই প্রথম কলকাতার বাইরে জেলায় জেলায় ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

এদিকে, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পুজোর উদ্বোধন হওয়ার ঘটনায় বুধবার থেকেই সাজো সাজো রব পড়ে গেছে পুজো কমিটির পাশাপাশি জেলা প্রশাসনেরও। বৃহস্পতিবার বিকাল ৪টেয় নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই পুজোগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

বুধবার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী জানিয়েছেন, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলায় কালনার যোগীপাড়ায় পুরনো বাসস্ট্যাণ্ড বারোয়ারী ব্যবসায়ী সমিতির পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও নাদনঘাটের নসরপুরের রেলবাজার এলাকায় ইন্দ্রপল্লী বারোয়ারী পুজো কমিটি, কাটোয়ার জাজিগ্রাম মোড়ের নবোদয় সংঘ সার্বজনীন দুর্গাপুজো কমিটি, বর্ধমানের বড়শুল জাগরণী পুজো কমিটি, মেমারীর সারদাপল্লী অরবিন্দপল্লী রিক্রেয়েশন ক্লাব পুজো কমিটি, বর্ধমানের বড়নীলপুর মোড়ের লালটু স্মৃতি সংঘ দুর্গাপুজো কমিটি এবং ছিন্নমস্তা মন্দির এলাকার সবুজ সংঘ দুর্গাপুজো কমিটির পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 

See also  মেমারিতে ত্রাণ নিয়ে পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সদস্যরা পদত্যাগের চিঠি পাঠালেন জেলাশাসককে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---