আদিবাসী যুবকের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে বর্ধমানে তপসিল উপজাতি জাতীয় কমিশনের দল

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আদাবাসী এক যুবকের পরিবারের দায়ের করা খুনের অভিযোগের তদন্তে পূর্ব বর্ধমানের দেওয়ানদীঘি থানার খেতিয়া পঞ্চায়েতের টুবগ্রাম আদিবাসী পাড়ায় পরিদর্শনে এলেন তপসিল উপজাতি জাতীয় কমিশনের ২০সদস্যের একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন এনসিএসটি এর ডিরেক্টর ললিত লত্তা, সহকারী ডিরেক্টর ভি অশোক বর্ধন, এনসিএসটির সদস্য অনন্ত নায়ক, সদস্যের ব্যক্তিগত সচিব পি কে পরীদা সহ বিজেপি রাজ্য এসটি সেলের সচিব খাগেন মুর্মু প্রমুখ। প্রতিনিধি দলের সদস্যরা এদিন টুবগ্রাম সেনদোরপাড় আদিবাসী পাড়ায় পৌঁছে মৃত বিজেপি কর্মী সোম হাঁসদার স্ত্রী চাঁদমণি হাঁসদা এবং মৃতের ভাই নারু হাঁসদা সহ কয়েকজন গ্রামবাসীর সাথে দেখা করে কথা বলেন। এই দলের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অধিকারিকরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত মে মাসের ২১তারিখে টুবগ্রাম আদিবাসী পাড়ার বাসিন্দা সোম হানসদা (২৭) কে হাত পা বাঁধা অবস্থায় বাড়ির কাছ থেকেই পুলিশ মৃত অবস্থায় উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে দেওয়ানদীঘি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। জেলা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। পাশপাশি মৃত ব্যক্তির ময়না তদন্তও করানো হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সোম হাঁসদার মৃত্যুর তদন্ত শুরু করে পুলিশ। তিনি জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্টে খুনের কোনো উল্লেখ নেই। যদিও পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এদিন টুবগ্রামের পরিদর্শন শেষে কমিশনের টিম পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানা এলাকার কানকোর গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।