ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা দপ্তরকে ঘিরে চুড়ান্ত বিভ্রান্তি দেখা দিল ছাত্রছাত্রী মহলে। বিভ্রান্তি দূর করতে যুদ্ধকালীন তৎপরতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করলেন দূরশিক্ষা বিভাগের বোর্ড ডিরেক্টরদের সঙ্গে।
জানা গেছে, বিভ্রান্তির মূল কারণ গত ৭ ডিসেম্বর ইউজিসির দূরশিক্ষা ব্যুরোর পক্ষ থেকে একটি নোটিশ জারীকে কেন্দ্র করে। সেই নোটিশের সঙ্গে একটি তালিকাও প্রকাশ করে জানানো হয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোন কোন্ বিশ্ববিদ্যালয় এই দূরশিক্ষা কোর্স চালাতে পারবে। ওই তালিকায় ভারতবর্ষের মোট ৩৪টি বিশ্ববিদ্যালয়কে এব্যাপারে অনুমোদন দেওয়া হলেও নাম নেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। পশ্চিমবাংলার দুটি বিশ্ববিদ্যালয় যথাক্রমে শিলিগুড়়ির নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবং মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটিকে ওই তালিকায় রাখা হয়েছে। যেহেতু এই তালিকায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নাম নেই – তাই স্বাভাবিকভাবেই বিভ্রান্তি চরমে ওঠে।