---Advertisement---

একই রাতে মঙ্গলকোট ও ভাতারের গ্রামে একাধিক মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: একই রাতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ও ভাতার থানার একাধিক গ্রামের প্রায় ৬টি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে মন্দিরগুলোর দরজার তালা ভেঙে বেশকিছু অলংকার চুরির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই দুটি থানার পুলিশ চুরির ঘটনার তদন্তও শুরু করেছে।

বিজ্ঞাপন

 জানা গেছে, মঙ্গলকোট থানার কৈচর ফাঁড়ির গোবর্ধনপুর গ্রাম ও আশপাশের ৫টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও ভাতার থানার ধেড়িয়া গ্রামের একটি মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মন্দির থেকে অলংকার চুরির ঘটনায় গোবর্ধনপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, রবিবার গভীর রাতে গ্রামের প্রায় পাঁচটি মন্দিরে দুস্কৃতিরা তালা ভেঙে চুরি করে পালিয়েছে। 

তবে চুরি যাওয়া অলংকারের মূল্য এখনই জানা যাচ্ছে না। তবে সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার অলংকার চুরি গেছে বলে গ্রামবাসীরা অনুমান করছেন। এদিকে একই রাতে প্রায় একই সময়ে পরপর ছ’টি মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলকোট ও ভাতার থানা এলাকায়।
                        *ছবি – ইন্টারনেট

See also  হুমকি চিঠির পর গভীর রাতে বেসরকারি স্কুলে ভাংচুর, তাণ্ডব, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---