ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আশঙ্কা ছিলই, আর সেই আশঙ্কাকেই সত্যি করে করোনা তৃতীয় দফাতেও ফের দাপটে ব্যাটিং শুরু করল। কেবল মঙ্গলবার পূর্ব বর্ধমানে করোনার রানের সংখ্যা ৯৯। শুধু বর্ধমান শহরেই আক্রান্তের সংখ্যা ২৯জন। প্রসঙ্গত নতুন বছরের শুরু থেকেই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল। মঙ্গলবার সেই সংখ্যাই একলাফে বেড়ে গিয়ে সেঞ্চুরির পথে। আতঙ্কের বিষয়, খোদ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী মিলিয়ে জেলার ১২জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধক্ষ বাগবুল ইসলাম বলেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিদিন বেড়ে চলা করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার কোভিড টেস্টের সংখ্যা প্রতিদিন আরো বাড়ানো হচ্ছে, ১৫-১৮ বয়সীদের টিকা দেওয়ার জন্য ক্যাম্প বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য কর্মী ও বয়স্কদের বুস্টার ডোজ শুরু করা হবে খুব শীঘ্রই। এছাড়া, ব্লক ও মহকুমা এলাকায় সেফ হোমের জন্য জায়গা চিহ্নিতকরণ করে রাখা হচ্ছে। অন্যদিকে দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যেতে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।