ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট। পূর্ব বর্ধমান জেলার ষষ্ঠ দফার নির্বাচনে গলসী, আউশগ্রাম, ভাতার, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। সোমবারই এই ৮টি বিধানসভা নির্বাচনের প্রচারপর্ব শেষ হয়েছে। এখন চলছে রাজনৈতিক দলগুলির চুলচেরা বিশ্লেষণ। গেরুয়া হাওয়া নাকি ঘাসফুল শিবিরের উন্নয়ন – কার দিকে জনতার রায় – তা নিয়ে চলছে জোরকদমে চর্চাও। জেলার গলসী বিধানসভায় এবার মূল লড়াই তৃণমূল বনাম বিজেপি। সংযুক্ত মোর্চার এই কেন্দ্রের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নন্দদুলাল পণ্ডিত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন। পেয়েছিলেন ৮৪ হাজার ৪৩২টি ভোট। এই কেন্দ্রে জয়ী হন তৃণমূল কংগ্রেসের অলোক মাঝি। তিনি পেয়েছিলেন ৯৫ হাজার ২০৩টি ভোট। বিজেপির প্রার্থী সুন্দর পাশোয়ান পেয়েছিলেন ২১ হাজার ৪৩৫টি ভোট।