এবার ছেলের হাতে বাবা খুন মঙ্গলকোটে

ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার মল্লিকপুর এলাকায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হয়ে গেলেন বাবা। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার।
প্রতিবেশী বিশ্বজিৎ মাঝি জানিয়েছেন, এদিন সকালে বাড়ির বারান্দায় বসে ছিলেন গঙ্গাধর মাঝি(৬২)। তখনই তাঁর ছেলে রতন মাঝি আচমকাই ভারী কোন বস্তু দিয়ে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গঙ্গাধর মাঝি। আশংকাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে গুসকরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত ছেলে রতন মাঝিকে গ্রেপ্তার করে। পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য    বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কি কারনে এই খুন তা এখনই জানতে পারা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রতিবেশী বিশ্বজিৎ মাঝি জানিয়েছেন, রতন মাঝি  মানসিক ভারসাম্যহীন ছিলেন।

Recent Posts