---Advertisement---

এস ইউ সি আই এর প্রার্থী তালিকা ঘোষিত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: ২০২১ এর বিধানসভার নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হয়ে গেছে। এখনও রাজ্যের কোনো রাজনৈতিক দল তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারলেও সোমবার গোটা রাজ্য জুড়েই এস ইউ সি আই (কমিউনিস্ট) তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। পুর্ব বর্ধমান জেলায় ৭ টি কেন্দ্রে এবার তারা প্রার্থী দিচ্ছেন বলে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 গোটা জেলার মধ্যে নজরকাড়া আসন বর্ধমান দক্ষিণ কেন্দ্রে দাঁড়াচ্ছেন তরুণ লড়াকু নেতা অনিরুদ্ধ কুন্ডু। বর্ধমান উত্তর কেন্দ্রে প্রার্থী হয়েছেন কালীচরণ সর্দার। কেতুগ্রাম থেকে লড়বেন সত্যনারায়ণ মন্ডল, মঙ্গলকোট থেকে মুকলেনুর রহমান এবং আউশগ্রাম ( এস সি) আসন থেকে লড়াই করবেন মনসাচরণ মেটে। কালনার প্রার্থীর নাম পরে জানানো হবে বলে জানানো হয়েছে। এদিনই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় মঙ্গলবার থেকেই তারা নির্বাচনী প্রচারের কাজ শুরু করে দিচ্ছেন গোটা জেলা জুড়েই।

See also  গণ আত্মঘাতী পরিস্থিতির সৃষ্টি হতে পারে পুজোয় – মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আতংকের কথা জানালেন চিকিৎসকরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---