ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: রাজ্যের ৪টি পুরনিগমের ভোট আগামী ১২ফেব্রুয়ারি। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুর নিগমের ভোটের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্যের পুরসভাগুলির নির্বাচনের এখনো কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। কবে হতে পারে তারও কোনো আভাস নেই। আর এরই মধ্যে পূর্ব বর্ধমানের মেমারি পুরসভা এলাকায় শাসক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়ে গেল পাড়ায় পাড়ায় প্রচার।
তিনি জানিয়েছেন, আজ নয়তো কাল পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। আর তাই মুখ্যমন্ত্রীর সামাজিক প্রকল্পগুলোর সুবিধা ও সুফল জানিয়ে আসন্ন নির্বাচনে যে যেই ওয়ার্ডের প্রার্থী মনোনীত হোক তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করে মেমারি পুরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আবেদন জানানো হয়েছে। স্বপন ঘোষাল জানিয়েছেন, বিরোধীরা হলো ভোট পাখি, ভোট ঘোষণা হলেই পরিযায়ীর মতো উড়ে এসে জুড়ে বসে। কাজের কাজ সারাবছর কিছুই করে না, শুধু যাঁরা সারাবছর মানুষের উন্নয়ন নিয়ে কাজ করে তাঁদের কুৎসা করাই একমাত্র লক্ষ্য। তবে তিনি জানিয়েছেন, এবার মেমারী পুরসভার ১৬টি ওয়ার্ডেই জিতে বিরোধীশুন্য পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহার দেবেন।