করোনার জের – বর্ধমান মেডিকেলে চালু হলো আপৎকালীন বহির্বিভাগ

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশজুড়ে যতো বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ততোই বেড়ে চলেছে। কেন্দ্র ও রাজ্য সরকার এই পরিস্থিতির মোকাবিলায় কোমর বেঁধে ইতিমধ্যেই নেমে পড়েছে। বিভিন্ন মাধ্যমে প্রচারের পাশাপাশি করণীয় যাবতীয় পদক্ষেপ প্রতিনিয়ত নিয়ে চলেছে সরকার। কিছু ব্যতিক্রম ঘটনা ছাড়া মানুষও সচেতন হচ্ছে। জ্বর, সর্দি বা কাশির মতো উপসর্গ থাকলেই মানুষ ছুটে আসছেন নিকটবর্তী হাসপাতালে। আবার কেউ ভিন রাজ্য বা বিদেশ থেকে ফিরলেও তাঁরা চলে আসছেন পরীক্ষার জন্য হাসপাতালে। 
ফলে ফ্লু সংক্রান্ত রোগীর চাপ বাড়ছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। চাপ বাড়ছে বহির্বিভাগেও। আর সেই সমস্যা কাটাতে বিশেষ উদ্যোগ নিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। জরুরী বিভাগের সামনে নবনির্মিত ভবনের নীচে শুত্রুবার থেকে ফ্লু রোগীদের জন্য খোলা হলো আলাদা বহির্বিভাগ। শুক্রবার থেকে এখানেই ডাক্তারবাবুরা শুরু করে দিলেন চিকিৎসা। হাসপাতালের ডেপুটি সুপার কুণালকান্তি দে বলেন, এই ব্যবস্থার ফলে বহির্বিভাগের চাপ যেমন কমবে, একইভাবে সংক্রমণ ছড়িয়ে পরা থেকে নিস্তার পাবেন সাধারণ মানুষ। তিনি বলেন, এই ব্যবস্থা ততদিন চালু থাকবে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো পড়ুন