বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে ভুয়ো তথ্য প্রচার করার দায়ে এবার বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকার এক বাসিন্দাকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম অবনিতোষ সরকার। পেশায় শিক্ষক। পুলিশ সুত্রে জানা গেছে, করোনা ভাইরাস সম্পর্কে চীনের উহান এলাকার এক নাগরিকের দাবী বলে এক চীনাবাসীর বক্তব্যকে উদ্ধৃতি করে অবনিতোষ সরকার ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে দেন। সেখানে বলা হয়, করোনা আক্রন্ত হলে ডাক্তারের পরামর্শ না নিলেও হবে। দিনে তিন থেকে চারবার গরম জল,গরম চা বা গরম দুধ নিয়ম করে খেলেই কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন ওই ব্যক্তি।
বিষয়টি জানতে পারার পরই পুলিশ বিপর্যয় মোকাবিলা আইন-২০০৫ মোতাবেক করোনা নিয়ে ভুয়ো পোষ্ট ও মন্তব্য করার জন্য তাকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, সম্প্রতি করোনা সম্পর্কে যে কোনো ধরণের সোস্যাল মিডিয়ায় পোষ্ট করায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সেই নির্দেশকে লঙ্ঘন করে অবনিতোষ সরকার এই পোষ্ট করেন। এই ঘটনায় আলোড়ন পড়েছে।